চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নেওয়া বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন। ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও ছক্কা হাঁকানো ব্যাটার। তার ব্যাট থেকে যেন রানের ফোয়ারা ছুটছে, আর সেই রানও আসছে মারমুখী ভঙ্গিতে।
গতকাল পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এনামুল হক বিজয়। তবে বুধবার (২২ জানুয়ারি) চিটাগং কিংসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের হয়ে ২৮ বলে ২৫ রানের ইনিংস খেলে বিজয়কে ছাড়িয়ে যান লিটন দাস। লিটনের রান দাঁড়ায় ৯ ম্যাচে ৩৪৮, যা বিজয়ের চেয়ে ৩ বেশি। কিন্তু সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন তানজিদ তামিম। শেষ চার ম্যাচে তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস এবং একটি সেঞ্চুরির কল্যাণে ১০ ম্যাচে তার মোট রান দাঁড়িয়েছে ৪২০। ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে যেন ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন তিনি। আজকের ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছেন তানজিদ। দল জিতে যাওয়ায় ৫৪ বলে ৯০ রানে অপরাজিত থাকেন, যেখানে ৭টি ছক্কার মার ছিল তার ইনিংসে। এবারের বিপিএলে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর দৌড়েও সবার উপরে আছেন তানজিদ তামিম। ১০ ম্যাচে তিনি হাঁকিয়েছেন ২৯টি ছক্কা, যা এই আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ। তার পরে আছেন পাকিস্তানের খুশদিল শাহ, যিনি ৮ ম্যাচে ২৩টি ছক্কা মেরেছেন।